খাতুনগঞ্জে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান হরতাল থেকে অবরোধের কারণে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চাক্তাই থেকে খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজ বিক্রি। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে পণ্যটির। গত বুধ থেকে বৃহস্পতিবারে কেজিপ্রতি ১১৫ থেকে ১২০ টাকা বিক্রি হলেও গত সোমবার তা নেমেছে ৮০ থেকে ৯২ টাকায়। পাইকারি পর্যায়ে ২৫ থেকে ৩৫ টাকা দাম কমলেও খুচরা বাজারে সে তুলনায় সামান্য কমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহের শুরুতে খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ৯৫ম থেকে ১০০ টাকায় বিক্রি হলেও মাত্র এক থেকে দুই দিনের ব্যবধানে দাম ওঠে ১১৫ থেকে ১২০ টাকায়। পরে আড়তে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করলে দাম নামতে শুরু করে। গত সোমবার ভারতীয় নাসিক জাতের (নতুন) পেঁয়াজ ৯০ থেকে ৯২ এবং পুরোনো নাসিক বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ৮৫ টাকায়। তবে বাজারে মিয়ানমার থেকে আসা পেঁয়াজের চাহিদা বেশ কম। এছাড়া নিম্নমানের ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, বিরোধী দলের টানা হরতাল থেকে অবরোধের কারণে গত সপ্তাহের শুরুতে বাজারে পেঁয়াজের সংকট দেখা গিয়েছিল।