সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে ডিএসইতে
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। তবে ডিএসইতে লেনদেন কমলেও, বেড়েছে সিএসইতে। বৃহস্পতিবার পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৫ লাখ টাকা।এদিন সিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। সিএএসপিআই সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৯৩ দশমিক ৬০ পয়েন্টে ও ১১ হাজার ১২১ দশমিক ৩৭ পয়েন্টে।এ ছাড়া সিএসআই সূচক বেড়েছে শূন্য দশমিক ২৮ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ১৭৩ দশমিক ৭৩ পয়েন্টে। তবে এদিন কমেছে সিএসই৫০ ও সিএসই৩০ সূচকের মান। সিএসই৫০ সূচক শূন্য দশমিক ৯৭ পয়েন্ট ও সিএসই৩০ সূচক ৭ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৭ দশমিক ৭৯ পয়েন্টে ও ১৩ হাজার ৩৮৩ দশমিক ৫৬ পয়েন্টে।সিএসইতে ১৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টির কোম্পানির শেয়ারদর।অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার ডিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন কমেছে ৫৬ কোটি ৬১ লাখ টাকা।এদিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৭১ দশমিক ৮৩ পয়েন্টে। সূচক কমেছে ১ দশমিক ৯৩ পয়েন্ট। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৭ দশমিক ৮৪ পয়েন্টে। তবে বেড়েছে ডিএসইএস সূচকের মান। সূচকের মান বেড়েছে শূন্য দশমিক ৪৯ পয়েন্ট।