ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খারাপ পরিস্থিতির মধ্যেও বাড়ছে বিও অ্যাকাউন্ট

খারাপ পরিস্থিতির মধ্যেও বাড়ছে বিও অ্যাকাউন্ট

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতা বেড়েছে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প- হওয়ার পর নতুন করে শুরু হয়েছে সহিংসতা। এর নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়। সার্বিকভাবে শেয়ারবাজারের অবস্থাও খারাপ। তবে এর মধ্যে সর্বশেষ তিন মাসে বেড়েছে ১৯ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট। সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএলের হালনাগাদ তথ্যে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য অ্যাকাউন্ট খোলার এমন চিত্র মিলেছে। সিডিবিএল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে গড়ে প্রতিদিন বিও অ্যাকাউন্ট বেড়েছে ২৮৫টি। শুধু গত ২২ আগস্ট এক দিনে ৩৯২টি বিও অ্যাকাউন্ট কমে। ওই কমা বিবেচনায় নিয়েও গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৮ কার্যদিবসে মোট ১৯ হাজার ৩৬৯টি বিও অ্যাকাউন্ট বেড়েছে। গত ২৮ অক্টোবরের পর ১০ কার্যদিবসে দুই হাজার অ্যাকাউন্ট বেড়েছে। এর আগে নতুন করে নবায়ন না করায় গত জুন ও জুলাই মাস মিলে ১ লাখ ২৯ হাজার ৬৬২টি বিও অ্যাকাউন্ট কমে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত