ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে সরকারি চাকরিজীবীকে

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে সরকারি চাকরিজীবীকে

সকল সরকারি কর্মচারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিধানকে যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অনেক অল্প বেতনধারী কর্মচারীর একাধিক বাড়িসহ বিপুল সম্পদ রয়েছে। তাদের বেতনের বাইরে আরও আয় থাকতে পারে। রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় সরকার তার সম্পদের তথ্য পাবে।পিয়ন, দারোয়ান কিংবা অফিস সহকারী- চলতি অর্থবছর থেকে সকল কর্মচারীকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। না হলে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।আয়কর আইন, ২০২৩-এর এ বিধান মেনে সকল গণকর্মচারীকে রিটার্ন দাখিল করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের আওতাভুক্ত দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে ই-টিআইএন সংগ্রহ করে রিটার্ন দাখিল করার নির্দেশনা শুরু করেছে। এতোদিন সকল সরকারি চাকরিজীবীদের রিটার্ন দাখিল করতে হতো না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত