ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পোশাক শ্রমিকদের মজুরির খসড়ার গেজেট প্রকাশ

পোশাক শ্রমিকদের  মজুরির খসড়ার গেজেট প্রকাশ

পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামোর খসড়া সুপারিশের গেজেট প্রকাশ করেছে সরকার।

এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। আর কর্মচারীদের ১২ হাজার ৮০০ টাকা। নতুন কাঠামোতে শ্রমিকদের গ্রেড সংখ্যা সাতটি থেকে কমিয়ে পাঁচটি করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সই করা গেজেটটি গত রোববার প্রকাশ করা হয়। এ মজুরি নিয়ে কোনো আপত্তি বা সুপারিশ থাকলে তা ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। গেজেট অনুসারে, গ্রেড ১-এর শ্রমিকদের মোট মজুরি ধরা হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৮ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত