বেড়েছে ব্যাংকের আমানত প্রবৃদ্ধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৯.৫১ শতাংশ, যা গত বছরের একই মাসের তুলনায় কিছুটা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ব্যাংকগুলোতে মোট আমানত দাঁড়িয়েছে ১৬.২৩ লাখ কোটি টাকা, যেখানে আগস্টে আমানত ছিল ১৬.১৭ লাখ কোটি টাকা। অর্থাৎ, এক মাসে আমানত বেড়েছে প্রায় ৫ হাজার ৪৬৪ কোটি টাকা। তবে গত জুলাই ও আগস্টের তুলনায় এই প্রবৃদ্ধি কিছুটা কম। ব্যাংকারদের মতে, এর প্রাথমিক কারণ চলমান মুদ্রাস্ফীতি। এদিকে, আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) খোলা কমে আসা ও ব্যাংকগুলোতে ঋণযোগ্য তহবিল হ্রাসের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি টানা দশ মাস ধরে মন্থর আছে।