ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে

ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ‘ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে সরকার। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯’ এর বিধান অনুযায়ী সরকার ইপিজেড বা জোনের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ১১ সদস্যের এই মজুরি বোর্ড গঠন করেছে। গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ইপিজেড নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা হলেন- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার অতিরিক্ত সচিব ও সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোর্শেদা আক্তার, বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনুর রহমান, অর্থ বিভাগের উপসচিব ফৌজিয়া রহমান, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং মেসার্স সেকশন সেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররাফ হোসেন, মেসার্স প্যাসিফিক জিন্স লিমিটেডের (চট্টগ্রাম) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, মেসার্স জিএইচ হেইউয়ে কোম্পানি লিমিটেড ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুক্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত