ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি থেকে রেকর্ড পরিমাণ অর্থ তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা

সৌদি থেকে রেকর্ড পরিমাণ অর্থ তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা

সৌদি আরব থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। সৌদি আরবের যে ব্যবসাবান্ধব ভাবমূর্তি গড়ে উঠেছিল, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর তাতে চিড় ধরেছে। সে কারণেই এই বিনিয়োগ তুলে নেওয়ার হিড়িক। রয়টার্সের খবরে জানানো হয়, সৌদি আরবের স্টক মার্কেটের খোঁজখবর রাখে এমএসসিআই সৌদি অ্যারাবিয়া ইটিএফ। তাদের তথ্যানুসারে, সৌদি আরব থেকে গত অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ ২০০ মিলিয়ন বা ২০৯ কোটি ডলার বেরিয়ে গেছে। শুধু সৌদি আরব নয়, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মতো দেশ থেকেও বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ, হামাস-ইসরাইল সংঘাতের কারণে বিনিয়োগকারীরা পুরো অঞ্চল সম্পর্কেই সন্দিহান। সে জন্য বিনিয়োগ তুলে নিচ্ছেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত