বৈশ্বিক সংকটকে কেন্দ্র করে ডলার বাজারে অস্থিরতা চলছে। ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলো যে যেভাবে পারছে বাজার থেকে মুনাফা লুটে নিচ্ছে। খাতা-কলমের হিসাব ঠিকঠাক রাখলেও প্রকৃতপক্ষে নিয়মের তোয়াক্কাই করছে না ডলার ব্যবসায় যুক্ত বহু প্রতিষ্ঠান। তাই মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিশেষ বৈঠকে খোলা বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক। এক্সচেঞ্জ হাউসগুলো ১১৫ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১৭ টাকায় বিক্রি করতে পারবে। এর চেয়ে বেশি দামে ডলার লেনদেন করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে অ্যাসোসিয়েশন। খোলাবাজারের মানি চেঞ্জার্সদের কাছে ডলার পাওয়াটা সোনার হরিণের মতো হয়েছে। তবে ডলার যে পাওয়া যায় না, তা নয়। বাড়তি দাম দিলেই মেলে খোলাবাজারের ডলার। তবে বৈধ ব্যবসায়ীদের পরিবর্তে অবৈধ কারবারিদের কাছে পাওয়া যায়। এমন তথ্য বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের কাছে রয়েছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডলারের দাম নিয়ন্ত্রণে আনতে চোরাকারবারিদের ওপর কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বৈধ ডলার ব্যবসায়ীদের খাতা-কলমের হিসাব যাচাইয়ের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে। গত মঙ্গলবার এক বিশেষ বৈঠকে খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। বৈঠক সূত্রে জানা গেছে, এক্সচেঞ্জ হাউসগুলো ১১৫ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১৭ টাকায় বিক্রি করার অনুমোদন পায়। এর চেয়ে বেশি দামে ডলার লেনদেন করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে অ্যাসোসিয়েশন।