ফের ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ছয় দিন পর গত বুধবার লেনদেন বাড়লেও তা টেকেনি। একদিন পর আজ লেনদেন কমেছে। অপরিবর্তিত আছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।