চোখ বুলিয়ে নিন আয়কর রিটার্ন জমা দেওয়া আগে

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ নভেম্বর ২০২৩ ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ। এ সময়ের মধ্যে করদাতারা ২০২৩-২৪ করবর্ষে ২০২২-২৩ আয়বর্ষের হিসাব জমা দেবেন। অর্থাৎ চলতি ২০২৩-২৪ কর বছরের জন্য ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে সংঘটিত কার্যক্রমের কাগজপত্র জমা দিতে হবে। আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে রিটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, সেগুলো একবার চোখ বুলিয়ে নিন। এতে তালিকা করতে সহজ হবে। গত বছরের রিটার্নের ফটোকপি সঙ্গে রাখুন; প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন; প্রতিটি কাগজের দুটি করে কপি করুন; স্বাক্ষর করার আগে কমপক্ষে দুবার চেক করুন; স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথভাবে যাচাই করুন এবং এ বছরে নতুন কোনো সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন; স্বাক্ষর করার পর একটি সেট সংরক্ষণ করুন; রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করুন। তালিকায় কি কি থাকতে পারে- আপনাকে আয়কর রিটার্ন দাখিলের সময় সম্পদের স্বচ্ছ বিবরণ দিতে হবে। আইনি ঝামেলা এড়াতে এটি খুবই জরুরি। ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, স্থাবর সম্পদের সুস্পষ্ট বিবরণ দেখাতে হবে। আয়কর রিটার্ন দাখিলের সময় কিছু প্রমাণ এবং কাগজপত্র দিতে হয়। চাকরিজীবী হলে বেতন এবং সুযোগ-সুবিধার বিবরণ, ব্যাংকে টাকা জমা থাকলে সুদ থেকে পাওয়া টাকার সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা হলে সেটির ফটোকপি এবং মুনাফা বাবদ পাওয়া টাকার সার্টিফিকেট দিতে হবে। কোনো কাগজ, আয় বা সম্পদের প্রমাণ করে এমন কাগজপত্র বাদ দেবেন না। সব ধরনের কাগজপত্র সংরক্ষণ করে রাখুন। সঠিকভাবে রিটার্ন ফরম পূরণ করুন। প্রয়োজনে সময় নিন। যদি অনলাইনে করেন, তাহলে কয়েকবার চেক করে নিন। কোনো রকম তথ্য বাদ দেওয়া বা ভুল করা যাবে না। কোনো কিছু না বুঝলে একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিতে পারেন।