ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিলামে নেপোলিয়নের টুপি দাম ২৩ কোটি টাকা

নিলামে নেপোলিয়নের টুপি দাম ২৩ কোটি টাকা

নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত একটি টুপি সম্প্রতি প্রায় ২৩ কোটি টাকায় বিক্রি হয়েছে। এ টুপিটি তিনি দীর্ঘ সময় ব্যবহার করেছিলেন। টুপিটি সত্যিকার অর্থেই ফ্রান্সের গৌরবের প্রতীকে পরিণত হয়েছিল। উনিশ শতকের শুরুর দিকে ফ্রান্স শাসন করার সময় তিনি এটা ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, টুপিটি ৬ লাখ ৫৫ হাজার থেকে ৮ লাখ ৭৩ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। কিন্তু যে দাম পাওয়া গেছে তা নিলামকারীদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। জানা যায়, ফ্রান্সের সামরিক অফিসাররা প্রথাগতভাবে তাদের টুপি পরতেন সামনের দিকে মুখ করে। তবে নেপোলিয়ন পরতেন তার কাঁধের দিকে নির্দেশ করে। এর ফলে যুদ্ধের সময় সৈন্যদের পক্ষে সামরিক জেনারেল ও রাষ্ট্রনায়ককে চেনা সহজ হতো। নেপোলিয়ন ব্যবহার করেছেন এ রকম ২০টি টুপি পাওয়া যায়। এর মধ্যে বড় একটি অংশই ব্যক্তি-মালিকানার অধীনে রয়েছে। নেপোলিয়নের টুপিটি গত সোমবার নিলামে তোলে প্যারিসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ওসেনাট। ওসেনাটের প্রধান জিন-পিয়েরে ওসেনাট বলেছেন, যারা নেপোলিয়নিক স্মৃতিচিহ্নগুলো সংগ্রহ করেন তারা এ টুপিকে পবিত্র মনে করেন। তার ব্যবহৃত ২০টি টুপির মধ্যে ১৫টি জাদুঘরে রাখা হয়েছে। বাকি চার থেকে পাঁচটি সংগ্রহকারীদের হাতে রয়েছে। ইতিহাসবিদরা বলেন, এই টুপি ছিল নেপোলিয়ানের ‘ট্রেডমার্ক’ পোশাক। যুদ্ধের ময়দান হোক কিংবা হোক সেনা বা জনসমাবেশ- এই টুপি পরা দেখলেই চেনা যেত ব্যক্তিটি নেপোলিয়ান। তার এমন প্রায় ১২০টি টুপি ছিল। এর মধ্যে এখন রয়েছে মাত্র ২০টি, প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহে। টুপিটি ছাড়াও নেপোলিয়ানের ব্যবহৃত ও উনিশ শতকে তার শাসনামলের আরও কিছু জিনিসপত্র গত রোববারের নিলামে তোলার কথা। এর মধ্যে রয়েছে নেপোলিয়ানের ব্যবহার করা ঘোড়ার গাড়ি, কাঠ দিয়ে তৈরি বিশেষ ধরনের ব্যাগ, খুর, রুপালি টুথব্রাশ, একটি কাঁচিসহ আরো কিছু স্মৃতিচিহ্ন।

জ্যঁ-লুই নইজেঁ নামে একজন শিল্পপতির সংগ্রহে ছিল এসব স্মৃতিচিহ্ন। টুপিটি প্রথম সংগ্রহ করেন নেপোলিয়ানের প্রশাসনের কোয়ার্টার মাস্টার কর্নেল পিয়েরে বেইলন। এরপর কয়েক হাত ঘুরে তা পান জ্যঁ-লুই নইজেঁ। গত বছর মৃত্যুর আগে অর্ধশতাব্দী ধরে এসব সংগ্রহ করেছিলেন লুই নইজেঁ। নেপোলিয়ানের টুপি ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাত। প্রতিষ্ঠানটির প্রধান জ্যঁ-পিয়েরে ওসেনাত বলেন, যাঁরা নেপোলিয়ানের স্মৃতিচিহ্ন সংগ্রহ করেন, তাদের কাছে এই টুপি পাওয়ার জন্য মুখিয়ে আছেন। এমন আর প্রায় ২০টি টুপি আছে। এর মধ্যে ১৫টি রয়েছে বিভিন্ন জাদুঘরে। তার মানে মাত্র চার-পাঁচটি টুপি বিভিন্নজনের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত