ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টিসিবির জন্য সয়াবিন তেল কিনবে সরকার

টিসিবির জন্য  সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ লাখ ১০ হাজার লিটার সয়াবিন তেল কিনবে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে গ্রিন নেশান অ্যান্ড ডেভেলপারস থেকে থেকে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় এ তেল কেনা হবে। এছাড়া ৭টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিদের জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্মাণাধীন ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ প্রতি ইউনিট ২১ টাকা ১০ পয়সা দরে কিনবে সরকার। তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা করা হলে ২৫ বছর মেয়াদে এই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ২১.১০৫ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত