ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেল তার সাফল্য যাত্রায় পাঁচ বছর পূর্ণ করেছে
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
অসংখ্য ব্যবসায়িক মাইলফলক অর্জন এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেল তার সাফল্য যাত্রায় পাঁচ বছর পূর্ণ করেছে। এ পাঁচ বছরেই ব্যাংকটি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণে প্রথম, এজেন্ট ও আউটলেটের সংখ্যার দিক দিয়ে চতুর্থ এবং ডিপোজিট পোর্টফোলিওর দিক দিয়ে ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে। ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ১২ হাজার ৫০০ কোটি টাকা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে, যা দেশের সমগ্র ব্যাংকিং খাতে এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিতরণকৃত মোট ঋণের ৬৩ শতাংশ। দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই চ্যানেলটি, যার মাধ্যমে বিগত পাঁচ বছরে ২,৩০০ কোটি টাকার রেমিট্যান্স বিতরণ হয়েছে।দেশব্যাপী দ্রুত সম্প্রসারণে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ১০৪০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে দেশের ৬৪টি জেলায় পৌঁছে গিয়েছে, যেখানে ৭৯ শতাংশ আউটলেটই গ্রামীণ অঞ্চলে অবস্থিত। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এজেন্ট পার্টনার হিসেবে এবং ৬০০ জন নারী এজেন্ট ফিল্ড অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম, হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান এবং সারাদেশ থেকে এজেন্ট ব্যাংকিংয়ের পুরো টিম এই সম্মেলনে অংশগ্রহণ করেন।