ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই সূত্রে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৫টির। আর ১৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। দ্বিতীয় স্থানে ইয়াকিন পলিমার এবং তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার। এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ক্রমানুসারে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসেফিক ডেনিমস, ফু-ওয়াং ফুড, বিডি থাই অ্যালুমেনিয়াম, এমারেল্ড অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড এবং ইভিন্স টেক্সটাইল। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে করা ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩১টির এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত