ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের তালিকা করছে শিল্প মন্ত্রণালয়

রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের তালিকা করছে শিল্প মন্ত্রণালয়

দেশের রুগ্ন শিল্পগুলোর সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। ২০১২ সালের পর রুগ্ন হয়ে পড়া শিল্পপ্রতিষ্ঠান যাচাই-বাছাই করে রুগ্ন শিল্পের তালিকা প্রণয়ন করা হবে। সেজন্য রুগ্ন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। উদ্যোক্তাদের আবেদন করতে হবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত দেশে বর্তমানে কতটি রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে তার সঠিক সংখ্যা বা পরিসংখ্যান নেই শিল্প মন্ত্রণালয়ের কাছে। তাই প্রকৃত চিত্র জানতে এ পরিসংখ্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বিরাজমান রুগ্ন শিল্পগুলোর সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং করোনা পরিস্থিতিসহ বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২০১২ সালের পর রুগ্ন হওয়া শিল্পপ্রতিষ্ঠান যাচাই-বাছাই করে এ তালিকা প্রণয়নের জন্য শিল্প মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য উদ্যোক্তাদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন ফরম শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর (এফবিসিসিআই, বিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্রমোশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অব ইন্ডাস্ট্রিজ, এনএএসসিআইবি, বিকেএমইএ, বিজিএমইএ ও বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন) ওয়েবসাইটে পাওয়া যাবে। শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রকল্প বা শিল্পপ্রতিষ্ঠান উদ্যোক্তা নিয়ন্ত্রণবহির্ভূত বিভিন্ন কারণে যেমন- সরকারি নীতি আকস্মিক পরিবর্তন বা গৃহীত নীতির যথাযথ বাস্তবায়ন না হওয়া, বাজার বিনষ্ট হয়ে যাওয়া, একতরফাভাবে ঋণ চুক্তির শর্ত ভঙ্গ, ট্যাক্স-ট্যারিফ সংক্রান্ত বিরূপ প্রভাব, ডিসট্রেস, প্রাকৃতিক দুর্যোগ, চলতি মূলধনের দুষ্প্রাপ্যতা ইত্যাদির ফলে অনুমিত উৎপাদন বা উপার্জন মাত্রা অর্জন করতে পারেনি বা উল্লিখিত কারণে ক্রমাগত তিন বছর লোকসানগ্রস্ত বা না লাভ না লোকসান মাত্রা (ব্রেক ইভেন পয়েন্ট) অতিক্রম করতে পারেনি, সেসব শিল্প রুগ্ন শিল্প হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট তথ্যসহ পূরণ করা আবেদন ফরমের সফট কপি (নিকশ ফন্টে টাইপ করা ওয়ার্ড ফরমেট) [email protected] এই ই-মেইল অ্যাড্রেসে পাঠাতে হবে। একই সঙ্গে হার্ড কপি পাঠাতে হবে উপসচিব (বিরা), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০- এই ঠিকানায়। হার্ডকপি মোট চার সেট পাঠাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত