ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকাই চূড়ান্ত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকাই চূড়ান্ত

পোশাক খাতের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে আরো বাড়ানোর দাবি থাকলেও আলোচ্য মজুরিই চূড়ান্ত করেছে সরকার। তবে গ্রেড সংখ্যা কমিয়ে উপরের দিকের গ্রেডগুলোতে সামান্য বাড়ানো হয়েছে। গত রোববার সচিবালয়ে ন্যূনতম মজুরি বোর্ডের সপ্তম সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এর আগে পাঁচটি গ্রেডের মধ্য সর্বনিম্ন গ্রেডে বা ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিক অধিকার সংগঠনগুলো এই মজুরি প্রত্যাখ্যান করে, এবং শ্রমিকদের একটি অংশ রাস্তায় নামে।

বিক্ষোভের সময় ‘পুলিশের সাথে সংঘর্ষে’ দুইজনসহ মজুরি আন্দোলনে মোট চারজন নিহত হন। চূড়ান্ত মজুরি নির্ধারণে ৪ ও ৩ নম্বর গ্রেডকে একীভূত করে ৩ নম্বর গ্রেড করা হয়েছে, এই গ্রেডে আগে ১৩ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হলেও নতুন করে তা ১৩ হাজার ৫৫০ টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা আর প্রথম গ্রেডে ১৪ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা করা হয়েছে। ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভায় উপস্থিত ছিলেন বোর্ডে পোশাক কারখানা মালিকদের প্রতিনিধি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, পোশাক শ্রমিকদের প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় পোশাক শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি-সহ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত