ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উগান্ডার কফি রপ্তানি বেড়েছে ৩.৪%

উগান্ডার কফি রপ্তানি বেড়েছে ৩.৪%

কফি রপ্তানিতে উল্লম্ফন দেখিয়েছে উগান্ডা। দেশটির কফি উন্নয়ন কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, অক্টোবরে উগান্ডার কফি রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

উগান্ডা আফ্রিকার বৃহত্তম কফি রপ্তানিকারক। আর মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে, ২০২২ সালে উগান্ডা কফি রপ্তানিতে বিশ্বের চতুর্থ শীর্ষ স্থান দখল করেছে।

ওই বছর দেশটি ৬০ কেজি ওজনের ৬৫ লাখ ১৫ হাজার ব্যাগ কফি রপ্তানি করেছে। একই বছর দেশটি ৬৫ লাখ ৬৫ হাজার কফি উৎপাদন করেছিল। কফি রপ্তানি থেকে আয় দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। উগান্ডা কফি ডেভেলপমেন্ট অথরিটির (ইউসিডিএ) প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব আফ্রিকার দেশটি অক্টোবরে ৪ লাখ ৭০ হাজার ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) বেশি কফি রপ্তানি করেছে। এতে রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেলেও রপ্তানি আয় বেড়েছে আরো বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত