শেয়ারবাজারে তারল্য প্রবাহ আরো কমল
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে তারল্য প্রবাহ আরো কমেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ শতাংশ কমেছে। এছাড়া লেনদেনকৃত ১২০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে মূল্যসূচক কমেছে ২৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকা। তবে লেনদেনে এগিয়ে ছিল দুর্বল কোম্পানি।
গত সপ্তাহে যে দশটি কোম্পানির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার মধ্যে মাত্র একটি ক্যাটাগরির, বাকি ৯টি বি ক্যাটাগরির কোম্পানি। এর মধ্যে কয়েকটি কোম্পানি নাম সর্বস্ব। গত সপ্তাহে ৫ দিনে ডিএসইতে ২ হাজার ২ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৪০০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৫ দিনে ২ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। প্রতিদিন গড়ে ৪৩৫ কোটি টাকা হয়েছিল। এ হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ১৭৫ টাকা। শতকরা হিসাবে যা ৭ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ২৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে নেমে এসেছে। গত সপ্তাহে ৪০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টি কোম্পানির শেয়ারের দাম।
তবে ২৬টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে ৭ লাখ ৭২ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এ হিসাবে বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা কমেছে।