২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা বাড়লেও চলতি বছরের অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে প্রবাসী আয় কিছুটা কমেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধপথে সর্বনিমম্ন প্রবাসী আয় পাঠান। এর পরে প্রবাসী আয়ের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ২ টাকা ৫০ পয়সার পাশাপাশি আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ার ফলে অক্টোবর মাসে প্রবাসী আয় বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু ১৭ নভেম্বরের পরের সপ্তাহে আবারও কিছু কমে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নভেম্বরের ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলার মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। নভেম্বরের ২৪ দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক ইন্ডিয়ার মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। ডলার-সংকট সমাধানে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন রেমিট্যান্স কোম্পানিগুলো দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে আরও ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যে এসব রেমিট্যান্স হাউসমালিকদের সংগঠন ‘নন-রেসিডেন্ট বাংলাদেশি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হয়েছেন এনইসি মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফরাজি। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, সম্প্রতি লন্ডনে নন-রেসিডেন্ট বাংলাদেশি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অভিষেক ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে রয়েছেন প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী। দেশটিতে গত ৪ থেকে ৫ বছর জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও রেমিট্যান্স প্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।