ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তিন মাসে বেকার কমেছে ৭০ হাজার

১০ বছরে স্নাতক বেড়ে দ্বিগুণ

১০ বছরে স্নাতক বেড়ে দ্বিগুণ

দেশে বাড়ছে সাক্ষরতার হার। ২০১১ সালেও যেখানে দেশে স্বাক্ষরতার হারছিল মাত্র ৫১ দশমিক ৭৭ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮০ শতাংশ। আর গত ১০ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে স্নাতক ডিগ্রিধারী। তবে এ সময়ে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষিত হয়েছে ৩ দশমিক ৪০ শতাংশ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদনের প্রকাশনা উদ্বোধন করবে। সেই প্রতিবেদন সূত্রেই এ তথ্য জানা গেছে। গত বছরের ২৭ জুলাই শুমারি শেষ হওয়ার এক মাসের মাথায় জনশুমারি ও গৃহ গণনার প্রাথমিক তথ্য প্রকাশ করে বিবিএস। জনশুমারির সেই প্রাথমিক তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। তবে জনশুমারি তথ্য যাচাই-বাছাই করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস নিট কাভারেজ ইরর পায় ২ দশমিক ৭৫ শতাংশ। সেই ইরর যোগ করে বর্তমানে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। এর আগে ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী সে সময় দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩। জনশুমারিতে সাক্ষরতার হারের তথ্যে দেখা যায়, ২০১১ সালে যেখানে সাক্ষরতার হারছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ, সেখানে ২০২২ সালে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ সাক্ষরতা হার বেড়েছে ২৩ শতাংশ। প্রতিবেদন দেখা গেছে, কোনো পাকিস্তানি শিক্ষা গ্রহণ না করেও ৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষিত হয়েছে। তবে দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে ২০ দশমিক ৭৭ শতাংশ কখনো স্কুলে যায়নি। স্কুলে গেলেও ক্লাস ওয়ান শেষ করেনি ১ দশমিক ১৭ শতাংশ। ২ দশমিক ৩২ শতাংশ প্রাক প্রাথমিকে পড়েছে। ক্লাস ওয়ান পর্যন্ত পড়েছে ১ দশমিক ৭৩ শতাংশ। আর প্রাথমিক শিক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ। প্রতিবেদন দেখা যায়, ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত লেখাপড়া করেছে ১৬ দশমিক ১৮ শতাংশ। এসএসসি পাস করেনি ৭ দশমিক ৮ শতাংশ। এসএসসি পাশ করেছে ৮ দশমিক ৮২ শতাংশ। এইচএসসি পাশ করেছে ৭ দশমিক ২৮ শতাংশ। ডিগ্রী বা স্নাতক পাস করেছে ৩ দশমিক ৬২ শতাংশ। ২০১১ সালের স্নাতক ডিগ্রিধারী ছিল ১ দশমিক ৯২ শতাংশ। মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে এক দশমিক ৭২ শতাংশ। যেখানে ২০১১ সালে মাস্টার ডিগ্রি ধারি ছিল শূন্য দশমিক ৮২ শতাংশ। মোট শিক্ষিতের মধ্যে জেনারেলে পড়েছে ৮৯ দশমিক ২৬ শতাংশ। ২০১১ সালে জেনারেল এ পড়ার হার ছিল ৯৩ দশমিক ৭১ শতাংশ। ধর্মীয় প্রতিষ্ঠানে পড়েছে ৭ দশমিক ১৯ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত