ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের সঙ্গে পাখি ব্যবসা স্থগিত করল সাইটস

বাংলাদেশের সঙ্গে পাখি ব্যবসা স্থগিত করল সাইটস

বাংলাদেশের সঙ্গে পাখি ব্যবসা স্থগিত করেছে বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিষ্ঠান সাইটস। ২২ নভেম্বর জেনেভায় সাইটসের ৭৭তম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

২৩ নভেম্বর এক বিবৃতিতে সাইটস সিদ্ধান্তটি জানিয়েছে। তবে কেন এ স্থগিতাদেশ আরোপ করা হলো বিবৃতিতে এ বিষয়ে কিছু বলা হয়নি। স্থগিতাদেশের ফলে সাইটসের তালিকাভুক্ত কোনো পাখি নিয়ে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির কোনো সদস্য আপাতত লেনদেন করতে পারবে না। সাইটস বাংলাদেশকে কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশ পূরণ করে সংস্থাটির পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকের ৯০ দিন আগে বাংলাদেশ প্রতিবেদন জমা দিলে স্থগিতাদেশ শিথিল করা হতে পারে।

শ্বব্যাপী বিপন্ন বন্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের ব্যবসা নরজদারি করার জন্য ১৯৭৩ সালে সাইটস প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১ জুলাই এটা কার্যকর হয়। সদস্য কোনো দেশ নিয়ম না মেনে বিপন্ন প্রজাতির বন্য পশু-পাখি বা উদ্ভিদ রপ্তানি করলে স্থগিতাদেশের মতো পদক্ষেপ নেয় সাইটস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত