নলেজ শেয়ারিং ওয়ার্কশপ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

দেশের ভোজ্য তেলের ঘাটতি পূরণের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃক পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলায় Promoting Agricultural Commerciali“ation and Enterprises (PACE) Project -এর আওতায় ‘লবণাক্ত জমিতে উচ্চ মূল্যমানের ফসল চাষের মাধ্যমে উদ্যেক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদ ০১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এ প্রকল্পের আওতায় অদ্য ৩০.১১.২০২৩ তারিখে ডিডি অফিস হলরুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত, খামারবাড়ী, পটুয়াখালীতে ‘নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ আয়োজন করে।

উক্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সকাল ১০:৩০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,পটুয়াখালী। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপ-পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পটুয়াখালী, কৃষিবিদ প্রহলাদ চন্দ্র সাহা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, পটুয়াখালী, কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, পটুয়াখালী সদর, পটুয়াখালী; স্বপন ব্যানার্জী, সভাপতি, প্রেসক্লাব, পটুয়াখালী। কর্মশালায় সভাপতিত্ব করেন কাজী জসিম উদ্দিন, জোনাল ম্যানেজার, বরিশাল জোন, ডিএফইডি।