চট্টগ্রাম বন্দর
জালিয়াতি রোধে আরো দুটি কনটেইনার স্ক্যানার
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পণ্য আমদানি-রপ্তানিতে জালিয়াতি রোধে চট্টগ্রাম বন্দরের আরও দুটি গেটে বসছে কনটেইনার স্ক্যানার। চীন থেকে আমদানি করা এ দুটি কনটেইনার স্ক্যানার বসানোর কাজ আগামী সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের জন্য চারটিসহ মোট ছয়টি স্ক্যানার কিনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে প্রথম দফায় দুটি কনটেইনার স্ক্যানার গত সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আগামী সপ্তাহে কনটেইনার স্ক্যানার দুটি বসানোর কাজ শুরু হবে।’ এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি বলেন, বন্দরের কোন গেটে বসানো হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। এ নিয়ে আগামী শনিবার কাস্টম হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে এটি নির্ধারণ করা হবে বলে তিনি জানান। এ নিয়ে গত তিন বছরের ব্যবধানে বন্দরে স্থাপন করা হচ্ছে চারটি কনটেইনার স্ক্যানার। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন্দরের ১ নম্বর গেট এবং এনসিটি ৩ নম্বর গেটে দুটি ফিক্সড স্ক্যানার স্থাপন করা হয়। কাস্টম হাউস সূত্রে জানা যায়, বর্তমানে বন্দরের ১২টি গেটের মধ্যে সাতটি গেটে পাঁচটি ফিক্সড ও দুটি মোবাইল কনটেইনার স্ক্যানার রয়েছে।