ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়ল

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়ল

দাম বাড়ার পর এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪০৪ টাকা। চলতি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ার পর এখন ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪০৪ টাকায়।

এর আগে, বিইআরসি নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল। কমিশন জানিয়েছে, রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। চলতি বছরের জুলাইয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সর্বনিম্ন ৯৯৯ টাকা ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে দাম; সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা এবং অক্টোবরে ১ হাজার ৩৬৩ টাকায় পৌঁছায় ১২ কেজির সিলিন্ডার।

২০২১ সালের ১২ এপ্রিল পর্যন্ত, কোম্পানিগুলোর দ্বারা নির্ধারিত হতো এলপিজির দাম।

তবে এলপিজির দাম আমদানির ওপর নির্ভরশীল হওয়ায়, পরে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত মূল্যের ভিত্তিতে কর্তৃপক্ষ এর দাম নির্ধারণ করবে বলে ঘোষণা দেয় সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে দাম বাড়লে ভিত্তিমূল্য বাড়বে। ওই ঘোষণার পর থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করছে বিইআরসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত