ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশে বসবাসকারী নাগরিক

বৈদেশিক মুদ্রায় খোলা যাবে হিসাব

বৈদেশিক মুদ্রায় খোলা যাবে হিসাব

বাংলাদেশে বসবাসকারী নাগরিকরাও প্রবাসীদের মতো দেশের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব (আরএফসিডি) খুলতে পারবেন। বিদেশ থেকে আসার সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা বা স্বর্ণালংকার শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে সেগুলো ব্যাংক হিসাবে জমা রাখতে পারবেন। কমপক্ষে এক মাস জমা রাখলে এর বিপরীতে নির্ধারিত হারে মুনাফাও পাবেন। এসব বৈদেশিক মুদ্রা বিদেশে যাওয়ার সময় গ্রাহক সঙ্গে নিয়ে যেতে পারবেন।

এছাড়া এগুলো গ্রাহকের নিজের বা সন্তানদের শিক্ষা ও চিকিৎসা খরচ মেটাতে ব্যয় করা যাবে। আগে এসব সুযোগ ছিল না। এ বিষয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ডলার সংকটের মধ্যে বাংলাদেশের অনেক নাগরিক বাজার থেকে বা ব্যাংক থেকে বেআইনিভাবে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা কিনে নিজেদের কাছে রেখে দিয়েছেন। সেগুলো তারা ব্যাংকেও জমা করতে পারছেন না। এতে করে ডলারের প্রবাহের একটি বড় অংশ আটকে যাচ্ছে। এছাড়া বিদেশ থেকে দেশে আসার সময় বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। ওই সব মুদ্রা বন্দরে শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে সঙ্গে রাখতে হয়। এসব বৈদেশিক মুদ্রা আগে গ্রাহকরা ব্যাংকে রাখতে পারতেন না। কারণ সাধারণ নাগরিকরা আগে ব্যাংকে বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারতেন না। ফলে ওইসব বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখে দিতে হতো। এগুলো ব্যাংকিং চ্যানেলে আসতো না। এগুলো গ্রাহক আবার বিদেশে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে পারতেন। এতে করে কিছু নাগরিকের কাছে বৈদেশিক মুদ্রা রাখার প্রবণতা বেড়ে গিয়েছিল। ওইসব বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সুবিধা দিয়েছে। একাধিকবার আসা-যাওয়া করলে এর বেশি বৈদেশিক মুদ্রাও রাখা যাবে। এতে আরও বলা হয়, এখন থেকে প্রবাসী বাংলাদেশিদের মতো দেশে বসবাস করেন এমন নাগরিকরাও যে কোনো ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখায় বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত