ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৬,২৬৬ কোটি টাকা

বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৬,২৬৬ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, ২০২২ এর নভেম্বর থেকে ২০২৩ এর সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের গ্রোথ টানা ১০ মাস পতন হয়েছে। বেসরকারি খাতে ব্যাংকগুলোর অক্টোবরে আগের মাসের তুলণায় ঋণ বিতরণ বেড়েছে ১৬, ২৬৬ কোটি টাকা। এটি আগের বছরের একই মাসের তুলনায় ১০.০৯% প্রবৃদ্ধি। রপ্তানিভিত্তিক পেমেন্টের পরিমাণ বাড়ায় ঋণের গ্রোথ বাড়ছে মনে করছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, অক্টোবর শেষে বেসরকারি খাতের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.২৯ লাখ কোটি টাকা, যা তার আগে মাসের তুলনায় ১.০৮% বেশি। চলতি অর্থবছরের ২০২৩-২৪ এর জুনের তুলনায় জুলাই মাসে বেসরকারি খাতের আউটস্ট্যান্ডিং ঋণের পরিমাণ কমেছে ৮৮০৯ কোটি টাকা, আগস্টে বেড়েছে ৯৮১১ কোটি টাকা, সেপ্টেম্বরে বেড়েছে ১৭, ৭৯৭ কোটি টাকা। ব্যাংকাররা বলেন, গত এক বছরে বেসরকারি খাতে ঋণের নিট গ্রোথ ১০% এর কম। দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি স্বাভাবিক হলে এই ঋণের গ্রোথ ১৫% এর বেশি হতো। ব্যাংকগুলো বেশি রেটে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য নিচ্ছে, এছাড়া গ্রাহক পর্যায়েও সুদহার বাড়ায় গ্রাহকদের ঋণ নেওয়ার পরিমাণ কমছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত