পুঁজিবাজরে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস গতকাল সোমবার (৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে প্রায় ৩০ পয়েন্ট।
বাজারে সবকটি মূল্যসূচকের পাশপাশি বেড়েছে লেনদেনে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে।
৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।
পুঁজিবাজারে লেনদেনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। ডিএসইতে সব খাত মিলে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির। আর ১৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৭৮ লাখ টাকা, যা গতকাল লেনদেন হয় ৩৪৯ কোটি ১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৭৭ লাখ টাকা। এদিন লেনদেনে শীর্ষ তালিকায় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। প্রতিষ্ঠাটি ২৭ কোটি ২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছ।
দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। প্রতিষ্ঠানটি ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ক্রামানুসারে রয়েছে- আফতাব অটোমোবাইল, ইয়াকিন পলিমার, প্যাসেফিক ডেনিমস, এমারেল্ড অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফু-ওয়াং ফুড এবং মুন্নু সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়ে ৩০ পয়েন্ট ১৮ হাজার ৫১১ পয়েন্টে পবস্থান করছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৯টির এবং ১২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ টাকা, যা গতকাল লেনদেন হয় ১১ কোটি ৩০ লাখ টাকা।