ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ

বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ

রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স (আরঅ্যান্ডআর) ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ২৫০ মিলিয়ন ডলার ঋণের প্রস্তাব ছিল, যা এখন বাড়িয়ে ৫০০ মিলিয়ন ডলার করার প্রস্তাব দিতে যাচ্ছে সরকার। বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এই তথ্য জানা গেছে। সম্প্রতি অর্থ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে অর্থছাড় নিশ্চিত করতে বলা হয়েছে। এর আগে ২০২১-২২ অর্থবছরে ডিপিসি কর্মসূচির আওতায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছিল বিশ্বব্যাংক। ইআরডি কর্মকর্তারা জানান, অর্থবিভাগের চিঠি পাওয়ার পর এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে ইআরডি। চলতি সপ্তাহে বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তার প্রস্তাব দেওয়া হবে। অর্থবিভাগের চিঠিতে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার যৌক্তিকতা তুলে ধরা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এটা খুবই উৎসাহজনক বিষয় যে, দ্বিতীয় আরঅ্যান্ডআর ডিপিসি-তে টার্গেট করা প্রায় সমস্ত সংস্কার পদক্ষেপ ইতোমধ্যেই অর্জিত হয়েছে। জাতীয় ট্যারিফ নীতি গ্রহণ, এ-চালান পদ্ধতির বাস্তবায়ন, ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করা, সুরক্ষিত লেনদেন আইন প্রণয়ন এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণ- এরমধ্যে কয়েকটি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত