পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

দায়িত্ব পাচ্ছে রেড-সি গেটওয়ে

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অবশেষে চালু হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। আগামী বুধবার সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি অনুযায়ী, ২২ বছরের জন্য পতেঙ্গা টার্মিনাল অপারেশনের দায়িত্ব পাবে রেড সি গেটওয়ে টার্মিনাল। বন্দর কর্তৃপক্ষ সূত্র বলছে, চুক্তি স্বাক্ষর করার পরও রেড সি গেটওয়েকে চার মাস সময় দিতে হবে। এটা চুক্তিরই শর্ত, প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার পর চার মাস সময় পাবে। এই চার মাসের মধ্যে তারা নিজেদের টাকায় হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযুক্ত করবে। চুক্তি অনুযায়ী, রেড সি গেটওয়ে তিন ধরনের ফি দেবে বন্দর কর্তৃপক্ষকে। প্রথম চুক্তি স্বাক্ষরের সময় এককালীন বড় অঙ্কের একটি ফি দেবে। এরপর প্রতি টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের বিপরীতে একটা ফি দেবে এবং বার্ষিক একটা ফি দেবে প্রতিষ্ঠানটি। জেটি স্বল্পতার কারণে জাহাজ বার্থিংয়ে গতি আনতে বঙ্গোপসাগরের কর্ণফুলী মোহনা থেকে একটু দূরে ড্রাইড্রক ও চট্টগ্রাম বোট ক্লাবের মাঝামাঝি ৩২ একর জায়গায় কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হয়। ১ হাজার ১৪৭ কোটি ৯৮ লাখ টাকায় নির্মিত এই টার্মিনালটি ২০১৭ সালের ১৩ জুন প্রকল্পের ডিপিপি অনুমোদনের পর ২০১৯ সালের ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। ওই সময় কাজ শেষ না হওয়ায় দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন মাসে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়। এরপর অপারেটর নিয়োগ না হওয়ায় এখন পর্যন্ত পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি।