অক্টোবরে স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ কমেছে ৩০০ মিলিয়ন

চাপ বেড়েছে ডলারের ওপর

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে ডলারের সুদের হার বেড়ে যাওয়া এবং ডলারের দাম ক্রমাগত বাড়ছে। এ কারণে অক্টোবরে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ৩০০ মিলিয়ন ডলার কমেছে, যার চাপ বাড়িয়েছে ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, অক্টোবর শেষে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২.১৩ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর শেষে এটি ছিল ১২.৪৩ বিলিয়ন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের ডিসেম্বর শেষে দেশের বেসরকারি খাতের বিদেশি বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে নেওয়া স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের আউটস্ট্যান্ডিং ছিল ১৬.৪২ বিলিয়ন ডলার। ১০ মাসের ব্যবধানে সেটি প্রায় ৪.২৯ বিলিয়ন ডলার কমেছে।

এসব পেমেন্টের মধ্যে ৫২৫ মিলিয়ন ডলার দিতে হয়েছে ইন্টারেস্ট হিসেবে। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত ১০ মাসে আমাদের ফরেক্স রিজার্ভের বড় পতন হয়েছে। এর অন্যতম কারণ প্রাইভেট সেক্টরে শর্ট টার্ম ফরেন লোন কমছে। এসব শর্ট টার্ম লোন নিয়ে আমদানি করা হতো। বর্তমানে আমদানি কমে যাওয়ার কারণেও এসব লোনের চাহিদা কিছুটা কমছে।’ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের রিজার্ভ আছে ১৯.৪০ বিলিয়ন ডলার। অগাস্ট শেষেও এর পরিমাণ ২৩.০৯ বিলিয়ন ছিল। অর্থাৎ, তিন মাসের মধ্যেই রিজার্ভ কমেছে ৩.৭ বিলিয়ন ডলার।

স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের জন্য ৮.৫% এর বেশি সুদ দিতে হয়। বৈদেশিক ঋণের বিপরীতে সর্বাধিক সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর) এর সাথে ৩.৫% সুদ দেওয়ার নিয়ম রয়েছে। এসওএফআর এখন ৫% এর বেশি। ২০২০ সালে এটি ১% এর কম ছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে টাকা অবমূল্যায়ন করা হয়েছে প্রায় ৬%। তবে ব্যাংকাররা জানিয়েছেন, টাকার মান কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার চেয়ে বেশি কমেছে।

উদাহরণ দিয়ে তারা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে রিজার্ভ থেকে ১১০ টাকা ২৫ পয়সা রেটে ডলার বিক্রি করছে, কিন্তু আমদানিকারকেরা সর্বোচ্চ ১২৮ টাকা রেটে ডলার কিনছেন। এখানেই পার্থক্য ১৭ টাকার বেশি। টাকার মান এভাবে কমে যাওয়ার কারণে ঋণগ্রহীতাদের বেশি দামে ডলার কিনে ঋণ শোধ করতে হচ্ছে। ভবিষ্যতে মান আরো কমে যেতে পারে, ব্যবসায়ীদের মধ্যে এমন শঙ্কা রয়েছে। এছাড়া ঋণ নেওয়ার অন্য খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। তারা জানিয়েছেন, এখন বৈদেশিক ঋণের ইন্টারেস্টের উপর ২০% ট্যাক্স দিতে হয়। এমনিতেই ঋণের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। ট্যাক্সের কারণে আরো অতিরিক্ত ১.৭% যোগ হয়ে নেট ইন্টারেস্ট ১০.২% এর বেশি হয়ে যায়। এত ইন্টারেস্ট দিয়ে ঋণ নিতে ব্যবসায়ীরা আগ্রহী নন।