টাঙ্গাইল-কক্সবাজারে হবে নতুন সৌর বিদ্যুৎকেন্দ্র

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় এবং কক্সবাজার জেলার সদর উপজেলায় দুটি পৃথক সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্রই ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন। এই বিদ্যুৎ কেন্দ্র দুটির ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে এ অনুমোদন দেয় হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। সাঈদ মাহবুব খান বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে রিনিউয়েবল এনার্জি ইউকে লিমিটেড, বাদল কনস্ট্রাকশন এবং জি-টেক সলুশন লিমিটেড কনসোটিয়ামণ্ডকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৯ পয়সা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে, কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কেএআই বাংলাদেশ অ্যালুমেনিয়াম লিমিটেড এবং অলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কনসোটিয়ামণ্ডকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৮ পয়সা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে।