ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা

পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আবারও অস্বস্তি দেখা দিয়েছে। প্রায় ২০ দিন ধরে আলুর দাম কেজিতে ৫ টাকা ও কোথাও ৭ টাকা বেড়েছে। সেই আলুর দর পেছনে ফেলে মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বেড়েছে ১০ টাকা। খুচরা পর্যায়ে কোথাও ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। অথচ বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে এলসি খুলতে না পারা ও নতুন পেঁয়াজ এলে বাজার পড়ে যাবে যুক্তি দেখাচ্ছেন। গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে সরেজমিন ও শ্যামবাজার এবং দিনাজপুরের হিলিতে মোবাইলে কথা বলে জানা গেছে, বাজারগুলোতে প্রায় কাছাকাছি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের পেঁয়াজ, রসুন ব্যবসায়ী মো. আকাশ মল্লিক বলেন, গত তিন দিন ধরে দেশি ও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। তিন দিন আগে প্রতি পাল্লা (৫ কেজি) ৫৮০ টাকা বিক্রি হতো। বর্তমানে তা ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবনা জেলার সাথিয়া থানা থেকে পেঁয়াজ এনে কারওয়ান বাজারে ব্যবসা করেন মো. আব্দুস সালাম। তিনি বলেন, বাজারে পাবনার পেঁয়াজের কদর বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত