শেয়ারবাজার

দুর্বল কোম্পানিকে বিশেষ সুবিধা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন-সংক্রান্ত বিধিমালায় ফিরে যেতে বিলম্ব করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়া কোম্পানিগুলোকে দুর্বল ক্যাটাগরিতে (জেড) নিতে আরো সময় লাগবে। সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা বাস্তবায়ন হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। এর মানে হলো, দুর্বল কোম্পানিগুলো ওই সময় পর্যন্ত শেয়ারবাজারে কারসাজি করতে পারবে। এদিকে বিলম্বে বাস্তবায়নের কারণ নিয়ে বাজারে ব্যাপক কানাঘুষা চলছে। তবে সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে মালিকানা পরিবর্তন হওয়া কিছু দুর্বল কোম্পানিকে বিশেষ সুবিধা দিতে এই আয়োজন করা হয়েছে। এর সঙ্গে বড় একটি চক্র জড়িত। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, বাজারের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, স্টক এক্সচেঞ্জের সেটেলমেন্ট রেগুলেশন আইন ২০১৩ অনুসারে শেয়ারবাজারে তিন ধরনের কোম্পানি রয়েছে-এ, বি এবং জেড। কোনো কোম্পানি যদি নিয়মিত বার্ষিক সাধারণ সভা করে এবং বিনিয়োগকারীদের ন্যূনতম ১০ শতাংশ লভাংশ দেয়, সেটি ‘এ’ ক্যাটাগরি। ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে ‘বি’ এবং এজিএম না করা ও লভ্যাংশ দিতে না পারলে সেটি ‘জেড’ ক্যাটাগরি। বিদ্যমান আইনে কোম্পানি, বিনিয়োগ লভ্যাংশ ঘোষণার পরই এটি কার্যকর হবে। তবে করোনার সময় দুই বছরের জন্য আইনে কিছুটা ছাড় দেওয়া হয়।