পোশাকশিল্প

শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে মামলা-হামলা, গ্রেপ্তার-হয়রানি, কালো তালিকাভুক্তি, চাকরিচ্যুতি বন্ধসহ সাত দফা দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট আইবিসির নেতারা গত বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন আইবিসির সভাপতি আমিরুল হক, কেন্দ্রীয় নেতা বাবুল আকতার, তৌহিদুর রহমান, রুহুল আমিন, সালাউদ্দিন স্বপন প্রমুখ।