স্বর্ণের দাম ভরিতে কমল ১৭৪৯ টাকা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এবার ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমানো হলো। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, যা আগে ছিল ১ লাখ ৯ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সভায় স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, গত ২৯ নভেম্বর বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার টাকার ওপরে নির্ধারণ করে। তারও আগে এ বছরের জুলাইয়ে প্রথমবারের মতো স্বর্ণের ভরি ১ লাখ টাকা অতিক্রম করে। দুই মাস পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। গতল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে এই দাম কার্যকর করা হয়বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে মোট ৪ হাজার ২০০ টাকা। আর গত ৩০, ২৭, ১৯, ০৫ নভেম্বর, ১৬ ও ২৭ অক্টোবর দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ৬ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১০ হাজার ৪৯৯ টাকা। এবার বৃহস্পতিবার থেকে আবার স্বর্ণের দাম ১৭৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।