ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুড়িকাটা পেঁয়াজে সংকটে আশার আলো

মুড়িকাটা পেঁয়াজে সংকটে আশার আলো

রাজধানীর বাজারে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে। তবে দাম বৃদ্ধির বিপরীতে কমার এই হার অতি সামান্য। এক দিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা বাড়লেও কমেছে মাত্র ১০ থেকে ২০ টাকা। এদিকে বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ-মুড়িকাটা পেঁয়াজ। এর ফলে ১০-১৫ দিনের মধ্যে অস্থিরতা কেটে যাবে বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ছাড়া চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। এই দুই দেশ থেকে পেঁয়াজ আমদানি বাড়ানোর খবর দিয়েছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ও সোমবার বৈঠকে বসে। এর বাইরে বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে অভিযান শুরু করেছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বাজার মুড়িকাটা পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। তখন দাম আরেকটু কমবে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন। এর মধ্যে সাড়ে ৫ লাখ থেকে ৬ লাখ মেট্রিক টন আমদানি করা হয়। বাকি পেঁয়াজ দেশে উৎপাদিত হয়। দেশে বর্তমানে দুই ধরনের পেঁয়াজ উৎপাদন হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত