কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্রুত মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়বে বাজারে। তাছাড়া জুলাই থেকে গত শনিবার পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৫৩৪ টন, যা গত বছরের এই সময়ের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ২২৪ টন বেশি। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে বেসরকারি খাতের আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার টন ও টিসিবির এলসি খোলা ৩ হাজার ৪০০ টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য ভারতে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। এদিকে পেঁয়াজের অস্থির বাজারের মধ্যেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে আলু। বাজারে নতুন আলুর পর্যাপ্ত সরবরাহ দেখা গেছে। তবু দর বাড়ছে পুরোনো আলুর। গত তিন দিনে সর্বোচ্চ ১০ টাকা বেড়েছে আলুর দর। পাইকারি পর্যায়ে কেজি ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে; যা খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কোথাও এর চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। নতুন আলুও বিক্রি হচ্ছে প্রায় একই দরে। দুই-তিন মাস আগে আলুর দর সর্বোচ্চ ৭০ টাকায় উঠেছিল। এরপর আমদানি শুরু হলে ধীরে ধীরে কমে এক পর্যায়ে ৪৪ থেকে ৪৫ টাকায় নেমেছিল।