বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ব্যাংকিং খাতে ফান্ড পেলো ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

আরো বেশি নারীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশে কুটির, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগসমূহের সম্প্রসারণ (CMSE) এবং নারী গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াতে ব্র্যাক ব্যাংকের জন্য একটি ফান্ড (Grant) অনুমোদন করেছে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের স্বনামধন্য এই প্রাইভেট ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ফান্ড ব্যাংকের আর্থিক-অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারেণে ব্যবহার করা হবে। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি অগ্রগামী ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এরই মধ্যে ‘আস্থা’ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এবং ‘সাফল্য’ নামে স্মার্ট ফাইন্যান্সিং প্রসেসিং সিস্টেম চালু করেছে। ব্র্যাক ব্যাংক এর বিস্তৃত নেটওর্য়াক ও বিজনেস সেগমেন্টের সাহায্যে সব শ্রেণির ও অঞ্চলের জনগোষ্ঠীর পৌঁছে যাবে। এই সম্প্রসারণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক এই অনুদানের মাধ্যমে সিএমএসই এবং প্রান্তিক নারীদের জন্য অর্থায়নের সুবিধা, বাজারে প্রবেশাধিকার এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার কৌশলগত উদ্দেশ্যকে বিস্তৃত ও জোরদার করবে। এই প্রোগ্রামের একটি প্রধান লক্ষ্য হলো ডিজিটাল ঋণ অ্যাপ্লিকেশন ‘সাফল্য’র মাধ্যমে জামানতবিহীন, সাশ্রয়ী এবং কম ডকুমেন্টেশনের সাহায্যে সিএমএসই উদ্যোক্তাদের ডিজিটাল পদ্ধতিতে ছোট টিকিটের ঋণ প্রদান করা। এছাড়া এজেন্ট ব্যাংকিং, বিভিন্ন মার্কেট লিংকেজ প্রোগ্রাম এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক নারীদের কাস্টমাইজড ব্যাংকিং প্রোডাক্ট ও সেবার মাধ্যমে ক্ষমতায়ন করা হবে।