সেচ মৌসুমে কমেছে ডিজেলের চাহিদা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত সেচ মৌসুমে (ডিসেম্বর থেকে মে) দেশে ১৯ লাখ ২৯ হাজার ৭৩৮ টন ডিজেল ব্যবহৃত হয়েছে। এবারের মৌসুমে ডিজেলের চাহিদা ধরা হয়েছে ১২ লাখ ৫০ হাজার ৩৫৫ টন। অর্থাৎ, গত মৌসুমের চেয়ে এবার ডিজেলের চাহিদা ৬ লাখ ৭৯ হাজার ৩৮৩ টন কম ধরা হয়েছে। কৃষি সেচের জন্য জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন-সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানানো হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কৃষি সেচের জন্য জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে।

বিদ্যুৎ বা জ্বালানি তেলের জন্য কৃষি কাজের ব্যাঘাত ঘটানো যাবে না। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে জ্বালানি তেল-সংশ্লিষ্ট জেলায় চাহিদামতো পৌঁছানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সভায় ডিজেল মজুত, তেল সরবরাহের জন্য ট্যাঙ্ক-ওয়াগন ও রেল র‌্যাক নিশ্চিত করা, নৌপথের নাব্যতা সংরক্ষণ, তেল পাচার রোধ ও নৌঘাট-সংক্রান্ত রাস্তার সংস্কার, জ্বালানি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণসহ পর্যবেক্ষণ ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। সেচ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামে ডিজেলের মজুত সার্বক্ষণিক দেড় লাখ টন রাখতে বলা হয়েছে।