‘আসছে রমজানে খেজুরের শুল্ক কমান’

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খেজুরের আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফআইএ) সভাপতি সিরাজুল ইসলাম। গত রোববার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এই দাবি জানান তিনি। নিজেদের প্রধান কার্যালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে এই সভা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসন্ন রমজানে ফলের বাজার স্বাভাবিক রাখতে এটি আয়োজন করে তারা। সেখানেই বিএফএফআইএ সভাপতি সিরাজুল ইসলাম খেজুরের আমদানি শুল্ক কমানোর দাবি জানান। তিনি বলেন, এখন মার্কিন মুদ্রা ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে বাড়তি দরে খেজুর আমদানি করতে হচ্ছে। এমন চলতে থাকলে সংকট তৈরি হতে পারে রমজানে। কারণ, ওই মাসে খেজুরের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। তবে শুল্ক বেশি থাকায় এবার ফলটি আমদানিতে হিমশিম খাচ্ছেন আমদানিকারকরা। তাই এর ওপর আরোপিত শুল্ক কমাতে হবে। আমদানিকারকদের দেয়া তথ্য মতে, শুধু রমজানেই দেশের মানুষের চাহিদা মেটাতে ৬০ হাজার টনের বেশি খেজুর প্রয়োজন হয়।