বিশ্ববাজারে কমেছে গমের দাম

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম অপরিবর্তিত ছিল গত নভেম্বর মাসে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত মাসে ভোজ্য তেল, দুগ্ধপণ্য ও চিনির দাম কিছুটা বাড়লেও এর বিপরীতে কমেছে খাদ্যশস্য ও মাংসের দাম। তবে সার্বিকভাবে খাদ্যপণ্যের বর্তমান দাম ২০২২ সালের নভেম্বরের চয়ে ১০.৭ শতাংশ কম। এফএও জানায়, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ায় মৌসুমি সরবরাহ বাড়ায় গত মাসে বিশ্ববাজারে গমের দাম কমেছে ২.৪ শতাংশ। এছাড়া রাশিয়ায়ও আবাদ ভালো হয়েছে, ফলে বিশ্বে রপ্তানি প্রতিযোগিতা বাড়ছে। নভেম্বরে চালের দাম অপরিবর্তিত ছিল বিশ্ববাজারে। এদিকে টানা তিন মাস কমার পর গত নভেম্বর মাসে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম অক্টোবরের চেয়ে বেড়েছে ৩.৪ শতাংশ। বিশেষত পাম তেল ও সূর্যমুখী তেলের দাম বেড়েছে, যদিও কমেছে সয়াবিনের দাম। সংস্থা জানায়, গত মাসে দুগ্ধপণ্যের দাম আগের মাসের চেয়ে বেড়েছে ২.২ শতাংশ। যদিও এই মূল্য আগের বছরের নভেম্বরের চেয়ে এখনো ১৬.৯ শতাংশ কম। গত নভেম্বরে চিনির দাম বেড়েছে ১.৪ শতাংশ। এমনকি এই দাম এক বছর আগের একই সময়ের চেয়ে ৪১.১ শতাংশ বেশি। গত অক্টোবরে দেওয়া প্রতিবেদনে এফএও জানিয়েছিল ওই মাসে দুগ্ধপণ্য ছাড়া প্রায় সব খাদ্যপণ্যের দাম কমেছে। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে খাদ্যপণ্যের দাম কমেছে ০.৫ শতাংশ, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১০.৯ শতাংশ কম।