অ্যাসোসিয়েটেড অক্সিজেনের উৎপাদন

কার্যক্রম তদন্তে সময় বাড়ল

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আর্থিক প্রতিবেদন ও অনিয়মিত উৎপাদন কার্যক্রম তদন্তে সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বৃহস্পতিবার বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক সই করা এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়ে তদন্ত কমিটিকে জানানো হয়। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা পণ্য কেনার অজুহাতে যোগাযোগ করলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় কয়েক মাস ধরে তাদের কারখানা বন্ধ। এরপর ডিএসই বিষয়টি কমিশনকে অবহিত করলে বিএসইসি তা তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এর আলোকে ২৩ আগস্ট অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং সহকারী পরিচালক মো. আব্দুল আউয়ালকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।