অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিন ধরেই স্বর্ণের দাম বাড়ছিল। অবশেষে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০১৮ ডলার ৫৬ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২০৩৫ ডলার ৭০ সেন্টে। গেইনসভিল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপর স্বর্ণের দরে উত্থান-পতন নির্ভর করছে।