ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জ্বালানি তেলের বৈশ্বিক মূল্য নিম্নমুখী

জ্বালানি তেলের বৈশ্বিক মূল্য নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। আগামী বছর চাহিদা নিয়ে মিশ্র সংকেত পেয়েছেন ব্যবসায়ীরা। ফলে জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৬ ডলার ৫৫ সেন্টে। একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন ঘটেছে ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত