বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে আসছে ইলন মাস্কের স্টারলিংক। মার্কিন এই প্রযুক্তি উদ্যোক্তার প্রতিষ্ঠানকে এরই মধ্যে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল- বিশেষ করে গ্রাম, চর ও দ্বীপগুলোয় ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। একই সঙ্গে প্রতিযোগিতা তৈরি হবে ইন্টারনেট ব্যবসায়। কখনো টেসলা কখনও টুইটার কিংবা স্পেসএক্স নিয়ে প্রযুক্তি দুনিয়ায় সবসময় আলোচনায় থাকেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক। নিজস্ব ইন্টারনেট নেটওয়ার্কে পুরো দুনিয়াকে আনতে আকাশে পাঠিয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি স্যাটেলাইট। এবার সেই স্যাটেলাইট ইন্টারনেটের আওতায় আসছে বাংলাদেশও। স্টারলিংকের ইন্টারনেট সেবা মূলত ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ টেলিভিশন সেবার মতো। এ ব্যবস্থায় কেবলের পরিবর্তে স্যাটেলাইট থেকে সরাসরি স্টারলিংক টার্মিনাল বা কিটসের মাধ্যমে ব্যান্ডউইথ ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হয়। সেবা চালু করতে গত জুলাইয়ে সরকারের সঙ্গে বৈঠক করেন স্টারলিংকের কর্মকর্তারা। বৈঠকে স্টারলিংক ইন্টারনেটের ডাউনলোড স্পিড পাওয়া গেছে সেকেন্ডে ১৫০ এমবিপিএস। এছাড়া পাঁচটি স্টারলিংক কিটস দিয়ে প্রতিকূল আবহাওয়ায় সেবার পরীক্ষাও সম্পন্ন হয়েছে। সম্প্রতি স্টারলিংককে লাইসেন্স দেয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিটিআরসি কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী বলেন, এই প্রযুক্তি সাদরে গ্রহণ করার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।