ভারত থেকে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছিল। খুচরা বাজারে একদিনের ব্যবধানে ১০০ টাকা পর্যন্ত দাম বাড়ে পেঁয়াজের। যদিও সংশ্লিষ্টদের তৎপরতায় দাম এখন আবার নিম্নমুখী। তবে বাংলাদেশ ছাড়াও ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলে। সংযুক্ত আরব আমিরাতের খুচরা ব্যবসায়ী জানিয়েছেন, তারা পেঁয়াজ সংগ্রহের জন্য বিকল্প উৎস খুঁজছেন। ভারত থেকে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার দাম ছয় গুণ বেড়েছে। রপ্তানিকারক আল সাফের গ্রুপের পরিচালক অশোক তুলসিয়ানি বলেন, ‘সম্ভাব্য বিকল্প হলো তুরস্ক, ইরান এবং চীন। কিন্তু পরিমাণ, গুণমান এবং দামের দিক থেকে ভারতীয় পেঁয়াজ এখনো সেরা। অন্য কোনো দেশ ভারতীয় পেঁয়াজের চাহিদা মেটাতে পারবে না।’ ভারতীয় উপমহাদেশ ও উপসাগরীয় দেশগুলোতে পেঁয়াজের প্রধান রপ্তানিকারক ভারত। গত শুক্রবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, নয়াদিল্লীতে পেঁয়াজের দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।