ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংকে আমানত বেড়েছে ১.৫৫%

ব্যাংকে আমানত বেড়েছে ১.৫৫%

দেশের ব্যাংকগুলোতে আমানত সেপ্টেম্বরের শেষে আগের তিন মাসের তুলনায় ১.৫৫% বেড়ে ১, ৭১৩, ০০০ কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের জুলাই-সেপ্টেম্বর ২০২৩-এর ত্রৈমাসিক প্রতিবেদনে বলছে, এই বৃদ্ধি শহর ও গ্রামীণ দুই এলাকাতেই ঘটেছে।

১, ৭১৩, ০০০ কোটি টাকা আমানতের মধ্যে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২৫.৩২%, বিশেষায়িত ব্যাংকে ২.৭৬%, বিদেশি ব্যাংকে ৪.৮৩% ও বেসরকারি ব্যাংকে (ইসলামী ব্যাংকসহ) ৬৭.০৯%।

প্রতিবেদন অনুযায়ী, আগের সময়ের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে আমানত ৪৩.০৭% থেকে বেড়ে ৪৪.২৫% হয়েছে। প্রতিবেদনে বেসরকারি ও সরকারি খাতের মধ্যে আমানতের মালিকানার উল্লেখযোগ্য ব্যবধানও দেখানো হয়েছে। বেসরকারি খাতের আমানত ৮২.৬৩% থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খাতের আমানতের চেয়ে চার গুণ বেশি ছিল ১৭.৩৭%।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত