ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারত থেকে এলো আরো ৪০০ টন পেঁয়াজ

ভারত থেকে এলো আরো ৪০০ টন পেঁয়াজ

পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির পরও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত দুই দিনে ৪০০ টন পেঁয়াজ এসেছে। গত সোমবার ভারত থেকে ১০টি ট্রাকে ২০০ টন পেঁয়াজ ও এর আগের দিন রোববার ১০টি ট্রাকে আরো ২০০ টন প্রবেশ করে স্থলবন্দরের ইয়ার্ডে। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার আগে, যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেসব পেঁয়াজ এখন আসছে। গত রোববার ১০ ট্রাকে ২০০ টন ও সোমবার দুপুর পর্যন্ত ১০টি ট্রাকে আরও ২০০ টন পেঁয়াজ এসেছে। এসব পেঁয়াজবাহী ট্রাক ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকা ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত