রপ্তানিমুখী পোশাক শিল্প-কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডার্ড এবং কোনোভাবেই লজ্জাজনক নয়। বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তা যথেষ্ট নয়। একই সঙ্গে তাদের ২৩ হাজার টাকা মজুরির দাবি মেনে না নেয়া দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন আট মার্কিন কংগ্রেস সদস্য। এ বিষয়ে আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে (এএএফএ) চিঠি দিয়েছে তারা। পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের ব্যাপারে আমরা খুবই প্রতিশ্রুতিবদ্ধ। সেটি অব্যশই তাদের জীবনধারণের জন্য সঙ্গতিপূর্ণ হতে হবে। আমরা এমন বেতন কাঠামো নির্ধারণের পক্ষে যেটি নিয়মিত পরিশোধ করতে পারবো। তেমন মজুরি করা হলো, ১/২ মাস বেতন দেয়ার পর কারখানা চালানো গেল না, সেটি নিশ্চয়ই কারও কাম্য নয়।